Saturday, February 4, 2017

প্রতিটি স্বপ্নের শুরু হয় প্রচেষ্টা থেকে। তবে প্রচেষ্টার সফলতা তো আসে স্বীকৃতি থেকেই। সেই স্বীকৃতি আপনাকে এনে দিতে পারে এডিসি কম্পিউটার ট্রেনিং সেন্টার, ইসলামপুর সিলেট, হতে প্রদত্ত গ্রাফিক্স ডিজাইন ৩/৬ মাসের ডিপ্লোমা ট্রেনিং । অতি আনন্দের সাথে জানাচ্ছি এডিসি'র আইটির গ্রাফিক্স শিক্ষার্থীদের অনবদ্য সাফল্যের স্মারক গ্রাফিক্স লেভেল-১ এর সফল অ্যাসেসমেন্ট এর পর এডিসি আইটি প্রাঙ্গনে আয়োজিত হয়ে গেলো ডেমো সার্টিফিকেট বিতরনী। মুল সার্টিফিকেট আসার পূর্বে কৃতী শিক্ষার্থীদের নৈপুণ্যের প্রমান স্বরূপ এই সার্টিফিকেট প্রদর্শন করা যাবে। এই সার্টিফিকেট বিতরন করেন এডিসি আইটির কর্ণধার জনাব # Rayhan Ahmed & # Toieb Ahmed এই সন্ধ্যায় প্রীতি আয়োজনে আরও উপস্থিত ছিলেন Bangladesh Rural Development Board (BRDB) এর জনাব মাজহারুল ইসলাম মাজহার স্যার, Rab-9 ইসলামপুর, সিলেট এর সম্মানিত সেনা অফিসার জনাব মোঃ হাবিবুর রহমান মাওলানা, মাওলানা আতিক , ডাঃ জসিম সাহেব আগত সকলের মাঝে শুভেচ্ছা স্বরূপ মিস্টি বিতরন করেন সফল পরীক্ষার্থী আনোয়ারুল করীম মোস্তাজাব, মাহমুদুল হাছান, আব্দুল আজীজ সাগর, সাজ্জাদুর রহমান, এমরান আহমদ ।



























23 comments: