Friday, May 29, 2015

'বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা বিশ্বমানের। বিভিন্ন ক্ষেত্রে এর প্রমাণও দিচ্ছে বাংলাদেশের মেধাবীরা।

'বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা বিশ্বমানের। বিভিন্ন ক্ষেত্রে এর প্রমাণও দিচ্ছে বাংলাদেশের মেধাবীরা। প্রোগ্রামিংয়ের বিশ্ব আসরে আমাদের শিক্ষার্থীরাও যাতে নিয়মিত ভালো করতে পারে সে চেষ্টা করা হবে। পাশাপাশি প্রোগ্রামিংয়ের আন্তর্জাতিক আসরে বাংলাদেশের শিক্ষার্থীদের ভালো করতে পারে সে বিষয়ে আলাদা নজর দেয়া হবে।’ শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত 'জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা'র চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অাইসিটি) বিভভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পলক অারও বলেন, তথ্যপ্রযুক্তি খাতে অামরা রফতানিও শুরু করেছি। ২০১৮ সালের মধ্যে আমরা এই খাতে ১ বিলিয়ন ডলারের রফতানির লক্ষ্যমাত্রা গ্রহণ করেছি। গাজীপুরের কালিয়াকৈর-সহ দেশে ১৩টি হাইটেক পার্ক গড়ে তোলা হচ্ছে। এগুলোতে ৭০ হাজার প্রযুক্তিবিদ প্রয়োজন হবে। তরুণ শিক্ষার্থীদের মধ্য থেকে এসব প্রযুক্তিবিদ বেরিয়ে অাসবে বলে তিনি অাশাবাদ ব্যক্ত করেন। তিনি অারও বলেন, দেশের ১২৮টি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ৬৪টি জেলায় তথ্যপ্রযুক্তি ক্লাব গড়ে তোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাবের দায়িত্বে থাকবেন এ খাতে অভিজ্ঞ শিক্ষকরা। জেলার ক্লাবগুলোতে আমরা দু'জন করে প্রশিক্ষিত মডারেটর নিয়োগ করব।

No comments:

Post a Comment